লেনোভোর ফিটনেস ব্যান্ড

গ্যাজেট রিভিউ May 7, 2017 790
লেনোভোর ফিটনেস ব্যান্ড

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো সম্প্রতি একটি স্মার্ট ব্যান্ড অবমুক্ত করেছে। মডেল এইচডব্লিউ জিরো ওয়ান। এতে ওলিড ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। মূল্য ১৯৯৯ রুপি।


লেনোভোর স্মার্ট ব্যান্ডটিতে হার্টরেট সেন্সর আছে। এতে আছে ০.৯১ ইঞ্চির ওলিড ডিসপ্লে। এই ডিসপ্লেতে হৃদকম্প, পদক্ষেপ, ঘুমের পরিমান, কত ক্যালোরি খরচ হবে ইত্যাদি তথ্য জানা যাবে।


ডিভাইসটি প্রতি ১৫ মিনিট অন্তর হৃদকম্পন পরিমাপ করবে। হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে ভাইব্রেশন নিয়ে জানিয়ে দেবে।


এতে বিল্টইন এন্টি স্লিপ মোড আছে।


ব্যান্ডটিতে স্মার্টফোনের সঙ্গে পেয়ার করে বার্তা, কল এবং স্যোশাল মিডিয়ার নোটিফিকেশন পাওয়া যাবে।

যেকোনো অ্যানড্রয়েড কিংবা আইফোনের সঙ্গে এটি পেয়ার করা যাবে।


ডিভাইসটিতে ত্বক উপযোগী সিলিকন স্ট্রাপ ব্যবহার করা হয়েছে। এটি পানি ও ধুলোবালি প্রতিরোধী।


এতে আছে ৮৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এই ব্যাটারি পাঁচদিন ব্যাক আপ দেবে।