স্মার্টওয়াচ আনলো এসার

গ্যাজেট রিভিউ April 30, 2017 821
স্মার্টওয়াচ আনলো এসার

এই প্রথম স্মার্টওয়াচ আনলো বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসার। মডেল এসার লিপ ওয়ার। যুক্তরাষ্ট্রে ডিভাইসটি অবমুক্ত করা হয়।


স্মার্টওয়াচটিতে আছে ১.৬ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস এসআর প্লাস কোটিং আছে। ডিভাইসটি আইপিএক্স৭ রেটিং প্রাপ্ত। অথাৎ এটি পানিরোধী।


স্টেইনলেস স্টিলের সার্কুলার ডিজাইনে তৈরি স্মার্টওয়াচটি মিনিমালিস্টিক ডিজাইনে তৈরি। এটি ফিটনেস ট্রেকার হিসেবেও কাজ করবে।


স্মার্টওয়াচটিতে মিডিয়াটেক এমটি২৫২৩ চিপসেট এবং এমটি২৫১১ বায়ো-সেনসিং চিপ ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারি লাইফ পাঁচদিন।


ডিভাইসটিতে হার্টরেট মনিটর, স্টামিনা, স্ট্রেস ফ্যাটিগো লেভেল নিরূপণ করার ব্যবস্থা আছে। এছাড়াও সূর্যের অতিবেগুনী রশ্মি পরিমাপ করার ব্যবস্থা আছে।


ওয়াচটিতে বিল্টইন এলইডি লাইট আছে। এটি ফ্লাশলাইট হিসেবেও কাজ করবে।