স্মার্টওয়াচ এনেছে শাওমি

গ্যাজেট রিভিউ April 29, 2017 1,037
স্মার্টওয়াচ এনেছে শাওমি

স্মার্টওয়াচ এনেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এর মডেল হে থ্রিএস। এটি দেখতে অনেকটা অ্যাপলের স্মার্টওয়াচের মতই।


শাওমি এই স্মার্টওয়াচটি উইলুপ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে।


শাওমির এই স্মার্টওয়াচটিতে হার্টরেট সেন্সর আছে। এটি পানিরোধী। ওয়াচটি শাওমির মিজিয়া প্লাটফর্মে তালিকাভূক্ত হয়েছে। এটি একটি ক্রাউড ফান্ডিং প্রকল্পের মাধ্যমে তৈরি হচ্ছে। এজন্য অর্থ সংগ্রহের প্রচেষ্টা চলছে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রা ৮০ শতাংশ পূর্ণ হয়েছে।


উইলুপ হে থ্রিএস স্মার্টওয়াচটির মূল্য ৫৩৯ ইয়েন।


উইলুপ দাবি করছে এই ওয়াচটিতে ৩০ দিন ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এতে আছে জিপিএস। ওয়াচটিতে ৯ এক্সিস মোশন সেন্সর রয়েছে।


ওয়াচটিতে ১.২৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।


৫০ মিটার গভীর পানিতেও ডিভাইসটি কাজ করবে। কানেকটিভিটি হিসেবে আছে ব্লুটুথ,জিপিএস/এজিপিএস গ্লোনাস রয়েছে। ডিভাইসটিতে ওয়ারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।