প্যানাসনিকের সেলফি ক্যামেরা

গ্যাজেট রিভিউ April 20, 2017 867
প্যানাসনিকের সেলফি ক্যামেরা

স্মার্টফোনেই এখন সবাই সেলফি তুলে থাকেন। সেলফির এই প্রচলন দেখে এখন অনেক ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানই সেলফি ক্যামেরা তৈরি করছে। এমনই একটা ক্যামেরা প্যানাসনিক লুমিক্স টিজেড৯০। এতে ৩০ এক্স অপটিক্যাল জুম ব্যবহার করা হয়েছে।


এই ক্যামেরা দিয়ে সেলফি তোলার জন্য বাঁকানো যায় এমন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটির দাম ৪৫০ ডলার। এতে ৫ এক্সিস ওআইএস রয়েছে। ফোনটিতে ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ দেয়া যাবে। ক্যামেরাটিতে বিল্টইন ওয়াইফাই আছে।


এটি এন্ট্রি লেভেলের ক্যামেরা। এতে ২০.৩ মেগাপিক্সেলের সেন্সর আছে। ৩০ এক্স অপটিক্যাল জুম রয়েছে। এই ক্যামেরায় ২৪ লেইকা ডিসি লেন্স ব্যবহার করা হয়েছে। এতে কনটিউনিয়াস শুটিং মোড আছে। এই ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও করা যাবে। এই ক্যামেরা দিয়ে ফায়ারওয়ার্কের ছবি ও রাতের ছবি তোলা যাবে।