আসছে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ

গ্যাজেট রিভিউ April 8, 2017 1,175
আসছে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ

নতুন স্মার্টওয়াচ আনছে পৃথিবীর শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এটি অ্যাপল ওয়াচ সিরিজ ৩। ওয়াচটি এ বছরের তৃতীয় প্রান্তিকে বাজারে পাওয়া যাবে। তথ্যটি নিশ্চিত করেছে ডিজিটাইমস নামের একটি ওয়েবসাইট।


অ্যাপলের নতুন এই স্মার্টওয়াচে দ্রুতগতির প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারি লাইফও হবে উন্নত। বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে অ্যাপল ওয়াচ২।


প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলো জানিয়েছে, অ্যাপলের ওয়াজ ৩ তে সেলুলার কানেকটিভিটি থাকতে পারে। অর্থাৎ এই ফোন আইফোনের সঙ্গে পেয়ার না করেই বার্তা এবং কল আদান-প্রদান করা যাবে। ফোনটিতে সিম কার্ড স্লট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


অ্যাপল ওয়াচ সিরিজ ৩ তে নতুন টাচস্ক্রিন থাকতে পারে। এগুলোর ব্যান্ড হবে উন্নতমানের।