প্যানাসনিকের নতুন ক্যামেরা

গ্যাজেট রিভিউ March 28, 2017 1,540
প্যানাসনিকের নতুন ক্যামেরা

নতুন একটি ফ্লাগশিপ ক্যামেরা অবমুক্ত করলো জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক। এটি লুমিক্স সিরিজের। মডেল লুমিক্স জিইচ৫। ভারতের বাজারে ক্যামেরাটির বডির মূল্য ১ লাখ ৪৩ হাজার ৯৯০ রুপি। ১২-৬০ মিলিমিটার এফ২.৮-৪.০ লেন্স কিটসহ ক্যামেরাটির মূল্য ১ লাখ ৮৮ হাজার ৯৯০ রুপি।


ক্যামেরাটিতে আছে ম্যাগনেশিয়াম অ্যালয় বডি। এটি পানি ও ধুলোপ্রতিরোধী।


প্যানাসনিকের নতুন এই ক্যামেরাটি দিয়ে ফোরকে ভিডিও চিত্র ধারণ করা যাবে। প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য ক্যামেরাটি তৈরি করা হয়েছে।


জিএইচ৫ ক্যামেরাটিতে ২০.৩ মেগাপিক্সেলের ডিজিটাল লাইভ এমওএস সেন্সর ব্যবহৃত হয়েছে। এতে লো পাস ফিল্টার নেই। নেই নতুন ভেনাস ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।


ক্যামেরাটিতে ৬কে ফটোমোড আছে। এতে প্রতি সেকেন্ডে ৩০ টি ফ্রেম ধারণ করা যাবে। এতে দুইটি এসডি কার্ড স্লট আছে।


ক্যামেরাটিতে রিলে রেকডিং, ব্যাকআপ রেকডিং, অ্যালোকেশন রেকডিং মোড আছে।


কানেকটিভিটি হিসেবে এতে আছে ব্লটুথ এবং ওয়াইফাই।