বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ট্যাগ হিউয়ার। প্রতিষ্ঠানটি নতুন একটি স্মার্টওয়াচ তৈরি করেছে। শিগগিরই এটি বাজারে পাওয়া যাবে। এটি অ্যানড্রয়েড ২.০ অপারেটিং সিস্টেম চালিত। ওয়াচটি মডিউলার ঘরানার।
অ্যানড্রয়েড সেন্ট্রাল ওয়েবসাইটের তথ্য মতে, ট্যাগ হিউয়ার ‘ট্যাগ কানেকটেড মডিউলার স্মার্টওয়াচ। এটি ব্যবহারকারী তার পছন্দমাফিক কাস্টমাইজড করতে পারবেন। এর বেজেল, ডায়াল, ফিতা ইচ্ছে মাফিক পরিবর্তন করা যাবে।
ওয়াচটিতে অটোমেটিক-মেকানিকাল ওয়াচ মডিউল ব্যবহার করা হয়েছে।
এর আগে ট্যাগ হিউয়ার ‘কানেকটেড’ নামে একটি স্মার্টওয়াচ বাজারে ছাড়ে। যার মূল্য ছিল ১৫০০ ডলার। এই ওয়াচটিতে ১.৫ ইঞ্চির গোলাকার টাচস্ক্রিন এলসিড ডিসপ্লে ছিল। ডিসপ্লের রেজুলেশন ৩৬০x৩৬০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ২৪০ পিপিআই। এর ব্যাটারি ৪১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। রাবার, লেদার এবং স্টাপে ওয়াচটি পাওয়া যাবে। ওয়াচটি আইপি৬৭ রেটিং প্রাপ্ত। অর্থাৎ এটি পানি ও ধুলোবালি প্রতিরোধী।
ওয়াচটিতে ইনটেল ডুয়েল কোর প্রসেসর রয়েছে। প্রসেসরের ক্লকস্পিড ১.৬ গিগাহার্জ। এর র্যাম ১ জিবি। বিল্টইন মেমোরি ৪ জিবি।