ক্যামেরার বাজারে আধিপত্য বিস্তারকারী প্রতিষ্ঠান ক্যানন। প্রতিষ্ঠানটির মিররলেস ক্যামেরা সিরিজে নতুন ক্যামেরা এলো। এটি ইওএস সিরিজের। মডেল ইওএস এম৬।
ক্যাননের নতুন ক্যামেরাটির অনেকটা এম৫ মডেলের মত। এম৫ এর সঙ্গে এর পার্থক্য হলো এতে বিল্টইন ইলেট্রনিক ভিউফাইন্ডার নেই।
ক্যামেরাটিতে আছে ১৪.২ মেগাপিক্সেলের এপিএস-সি সিমস সেন্সর। এতে ডিজিক ৭ প্রসেসর এবং ১০০-২৫,৬০০ আইএসও রয়েছে।
কানেকটিভিটি হিসেবে ক্যামেরাটিতে আছে ওয়াইফাই, ব্লুটুথ এবং এনএফসি। ফলে ক্যামেরায় তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছেমাফিক শেয়ার করা যাবে। এছাড়াও ক্যামেরাটির জন্য অ্যাপ রয়েছে। এই অ্যাপ আইওএস এবং অ্যানড্রয়েড ডিভাইস কাজ করবে।
ক্যাননের নতুন ক্যামেরাটিতে ৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এ বছরের এপ্রিল মাস নাগাদ ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। ৭৮০ ডলার ব্যয় করে ক্যামেরাটির বডি কেনা যাবে। লেন্সসহ ক্যামেরার বডি পাওয়া যাবে ৯০০ ডলারে।