প্যানাসনিকের ফোরকে ক্যামেরা

গ্যাজেট রিভিউ February 10, 2017 1,010
প্যানাসনিকের ফোরকে ক্যামেরা

ফোরকে রেজুলেশনের ভিডিও করা যাবে এমন একটি ক্যামেরা বাজারে ছাড়লো জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক। ক্যামেরাটির মডেল লুমিক্স এফজেড২৫০০। ভারতের বাজারে ক্যামেরাটি বিক্রি হচ্ছে ৯৪ হাজার ৯৯০ রুপিতে।


এই ক্যামেরাটি দিয়ে খেলাধুলা, প্রকৃতি, বন্য জীবনের ছবি তোলা যাবে।


ক্যামেরাটিতে ২০ এক্স অপটিক্যাল জুম রয়েছে। এতে ফ্রেমে ছবি তোলা যাবে। এতে আছে স্লো মোশন এবং কুইক মোশন ইফেক্টস। প্যানাসনিকের এই ক্যামেরায় ৩০ এফপিএস ভিডিও ধারণ করা যাবে।


প্যানাসনিক ইন্ডিয়ার ডিজিটাল ইমেজিং বিভাগের প্রডাক্ট হেড গৌরব গারভি বলেন, ‘অ্যামেচার এবং প্রফেশনাল ফটোগ্রাফারদের কথা চিন্তা করে ক্যামেরাটি তৈরি করা হয়েছে। ডিএসএলআর ক্যামেরার মতই এই ক্যামেরায় ছবি তোলা যাবে।’


ক্যামেরাটিতে ২০.১ মেগাপিক্সেলের হাইসেনসেটিভিটি এমওএস সেন্সর রয়েছে।ফলে এই ক্যামেরায় পরিষ্কার ছবি তোলা যাবে।


এর আগে প্যানাসনিক একটি ফ্লাগশিপ ক্যামেরা বাজারে ছাড়ে। এর মডেল লুমিক্স ডিএমসি-জিএইচ৫।


ক্যামেরাটিতে আছে ২০ মেগাপিক্সেলের সেন্সর। এতে নিউ ভেনাস ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটিতে ২৫৬০০ পর্যন্ত আইএসও সমর্থন করে। এর অটোফোকাস পয়েন্ট ২২৫। এতে টু এক্স ফাস্টার ফোকাস পাওয়া যাবে।


জিএইচ৫ ক্যামেরাটিতে ৫ এক্সিস ইমেজ স্টাবিলাইজেশন রয়েছে। এছাড়া টু এক্সিস অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।