হুয়াওয়ের নতুন স্মার্টওয়াচ

গ্যাজেট রিভিউ February 10, 2017 1,106
হুয়াওয়ের নতুন স্মার্টওয়াচ

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে গত বছরের নভেম্বরে দেশটিতে একটি স্মার্ট ওয়্যারেবল বাজারে ছাড়ে। ডিভাইসটির মডেল হুয়াওয়ে ফিট স্মার্টওয়াচ। এটি এখন আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে। হ্রাসকৃত মূল্যে ওয়াচটি বিক্রি হচ্ছে মাত্র ৬৯.৯৯ ডলারে।


ডিভাইসটিতে হুয়াওয়ে নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে। এটি হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম।


হুয়াওয়ের স্মার্টওয়াচটি মূলত ফিটনেস ট্রেকার হিসেবে কাজ করবে।


ওয়াচটিতে আছে ১.০৪ ইঞ্চির রাউন্ড মনোক্রোম ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২০৮x২০৮ পিক্ষেল। এটি আইপি৬৮ সনদপ্রাপ্ত। অথাৎ এটি পানি এবং ধুলো রোধী। ৫০ মিনির গভীর পানিতেও ডিভাইসটি সচল থাকবে। এতে আছে ৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।


ওয়াচটি দুইটি রঙে ও ব্যান্ডে পাওয়া যাবে। একটিতে আছে মুনলাইট সিলভার রঙের সঙ্গে ব্লু স্পোট ব্র্যান্ড। অন্যটি মুনলাইট সিলভার রঙের সঙ্গে অরেঞ্জ স্পোট ব্র্যান্ড। উভয় ব্যান্ডের ওয়াচটির মূল্য একই।


এর আগে হুয়াওয়ে বেশ কয়েকটি মডেলের স্মার্টওয়াচ বাজারে ছাড়ে। এগুলো যেমন মূল্য সাশ্রয়ী তেমনি আকর্ষণীয়ও বটে! ফলে প্রযুক্তিপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে আছে হুয়াওয়ের স্মার্টওয়াচ।