গো প্রোর নতুন অ্যাকশন ক্যামেরা

গ্যাজেট রিভিউ February 6, 2017 979
গো প্রোর নতুন অ্যাকশন ক্যামেরা

নতুন একটি অ্যাকশন ক্যামেরা বাজারে আনতে যাচ্ছে অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গো প্রো। ক্যামেরাটির মডেল হিরো ৬।


গত বছরে গো প্রো তাদের সর্বশেষ ক্যামেরা বাজারে ছাড়ে। যার মডেল ছিল হিরো ৫। এর আগে ২০১৪ সালে আসে প্রতিষ্ঠানটির হিরো ৪ মডেলের অ্যাকশন ক্যামেরা।


এর আগে গত বছরের শেষের দিকে গো প্রো একটি ড্রোন বাজারে ছাড়ে। কিন্তু বাজারে ছাড়ার কিছু দিনের মধ্যেই ড্রোনটি বাজার থেকে ফিরিয়ে নিতে হয়।


এর আগে গত বছরের শেষের দিকে গো প্রো একটি ড্রোন বাজারে ছাড়ে। কিন্তু বাজারে ছাড়ার কিছু দিনের মধ্যেই ড্রোনটি বাজার থেকে ফিরিয়ে নিতে হয়।


গো প্রো হিরো ৫ অ্যাকশন ক্যামেরাটিতে ছিল ১২ মেগাপিক্সেল ক্যামেরা। এটি দিয়ে ফোরকে ভিডিও করার সুযোগ রয়েছে। ক্যামেরাটি ওয়াটার প্রুফ। ৩৩ ফিট গভীর পানিতেও এটি কাজ করবে।


এতে ওয়াইফাই ও ব্লুটুথ নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে। ক্যামেরাটি ভয়েস কন্ট্রোল ফিচার আছে। এতে অটো আপলোড টু ক্লাউড সুবিধা রয়েছে। ক্যামেরাটিতে টাস ডিসপ্লে রয়েছে।