নতুন স্মার্টওয়াচ আনছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। এটি অ্যানড্রয়েড স্মার্টওয়াচ। ডিভাইসটি ‘হাফব্রেক’ কোডনেমে তৈরি হচ্ছে।
সম্প্রতি চীনের সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট উইবোতে এই ফোনটির তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে এইচটিসির হাফব্রেক স্মার্টওয়াচটিতে গোলকার ডিসপ্লে থাকবে। ডিসপ্লের রেজুলেশন ৩৬০x৩৬০ পিক্সেল।
ওয়াচটির ডান পাশে দুইটি বাটন থাকছে। এতে হার্টরেট সেন্সর থাকবে।
ডিভাইসটি অ্যানড্রয়েড ভার্সন ১.০ অপারেটিং সিস্টেম চালিত হবে। এই অপারেটিং সিস্টেম ২.০ তে আপগ্রেড করা যাবে।
এইচটিসির নতুন স্মার্টওয়াচটির বিস্তারিত তথ্য জানা যায়নি। এটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কেও কিছু জানায়নি এইচটিসি।
এর আগে এইচটিসি ডেসায়ার ১০ প্রো স্মার্টফোন বাজারে ছাড়ে। এই স্মার্টফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকবে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল রেজুলেশন। ফোনটিতে ১.৮ গিগাহার্জের অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি১০ প্রসেসর ব্যবহৃত হয়েছে। এটি ৩ জিবি এবং ৪ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে। ফোনটির বিল্টইন মেমোরি ৩২ জিবি এবং ৬৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।