মাত্র ২৪৯৯ টাকায় দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির ফিটনেস ব্যান্ড। এটি যেমন দেখতে আকর্ষণীয় তেমনি হাতের কব্জিতে পরতেও আরাম। ডিভাইসটিতে এক বার ফুল চার্জে ২০ দিন পর্যন্ত ব্যাটারির চার্জ থাকে।
এতে আছে ওলিড ডিসপ্লে। এই ডিসপ্লে ঘড়ি হিসেবে কাজ করবে। জানিয়ে দেবে তারিখ ও সময়।
এটি সম্পূর্ণ ঘুমের সময় রেকর্ডিং করে। যেখানে গভীর ঘুম ও হালকা ঘুম আলাদা ভাবে নির্ণয় করে। এছাড়াও ফিটনেস, হৃদস্পন্দন নির্ণয় করে।
দৈনিক কত স্টেপ হাটা হল তার সময় ও এই সময়ের ক্যালোরি ক্ষয় তা রেকর্ড করে রাখে ডিভাইসটি। সারাদিনের হাঁটার দূরত্ব নির্ধারণ করে এটি।
রয়েছে আইডল অ্যালার্ট যা সতর্ক করবে আপনাকে বেশিক্ষণ বসে না থাকার জন্যে। এছাড়াও ফিটনেস ব্যান্ডটি থেকে কল ও এসএমসের ভাইব্রেশন নোটিফিকেশন পাওয়া যাবে। কলারের নাম এবং এস এম এস দাতার নম্বর দেখা যাবে। এছাড়াও ফেসবুক, ইমেইল, ভাইবার, হোয়াটস অ্যাপের ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইব্রেশন নোটিফিকেশন পাওয়া যাবে। ডিসপ্লেতে নোটিফিকেশন লোগো দেখা যাবে ।
শাওমির এই ফিটনেস ব্যান্ডটি পানি ও ধুলোবালি প্রতিরোধক।
দেশের বাজারে ডিভাইসটি পাওয়া যাচ্ছে শাওমির অনুমোদিত পরিবেশন কেন্দ্রে।