চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লিইকো। হ্যান্ডসেটের পাশাপাশি প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রযুক্তি পণ্য উৎপাদন করছে। এরই ধারাবাহিকতায় লিইকো তৈরি করলো অ্যাকশন ক্যামেরা। ক্যামেরাটির মডেল লিইকো লাইভম্যান সি১। এটি ৪কে ক্যামেরা। চীনের বাজারে ক্যামেরাটির মূল্য ১৪৯৯ ইয়েন।
ক্যামেরাটিতে আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এই ক্যামেরায় ১৪০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহৃত হয়েছে। এতে জি সেন্সর রয়েছে।
গিজমো চায়নার তথ্য অনুযায়ী লিইকোর নতুন অ্যাকশন ক্যামেরাটি প্রতি সেকেন্ডে ৩০ টি ফ্রেম ধারণ করতে পারবে। এর ওজন ৬৭ গ্রাম। এর ব্যাটারি ১০৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এতে বিল্টইন ব্লুটুথ, মাইক্রোসএডি কার্ড স্লট, মাইক্রো এইচডিএমআই টাইপ-ডি পোর্ট রয়েছে।
ক্যামেরাটিতে ১.৮ ইঞ্চির টিএফটি টাচ ডিসপ্লে রয়েছে। এতে ওয়াটার প্রুফ কেসিং রয়েছে। ৪০ মিটার গভীর পানিতেও এই ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করা যাবে।