স্যামসাং এর নতুন স্মার্টওয়াচ

গ্যাজেট রিভিউ January 10, 2017 1,072
স্যামসাং এর নতুন স্মার্টওয়াচ

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন একটি স্মার্টওয়াচ আজ বাজারে ছাড়তে যাচ্ছে। এর মডেল স্যামসাং গিয়ার এস৩। ভারতীয় মুদ্রায় ওয়াচটির মূল্য ৫৪ হাজার ৩৬৪ রুপি।


দুইটি মডেলে ওয়াচটি বাজারে পাওয়া যাবে। একটি গিয়ার এস৩ ক্লাসিক। অন্যটি গিয়ার এস৩ ফ্রন্টিয়ার। এর মধ্যে গিয়ার এস৩ তে রয়েছে চামড়ার স্টাপ। এবং গিয়ার এস২ ফ্রন্টিয়ারে রয়েছে সিলিকন স্টাপ। উভয় ওয়াচের দাম একই।


এর আগে স্যামসাং গিয়ার এস ১ এবং গিয়ার এস২ বাজারে ছাড়ে। এবার আসছে নতুন প্রজন্মের ওয়াচ গিয়ার এস ৩।