ফুল পরিচিতি - গাজানিয়া (Treasure flower)

পুষ্প কথন December 21, 2016 8,072
ফুল পরিচিতি - গাজানিয়া (Treasure flower)

ফুলের নাম- গাজানিয়া, Treasure flower


বৈজ্ঞানিক নাম- Gazania spp.


পরিবার- Asteraceae


Gazania মূলত একটি গণের নাম। ১৭৯১ সালে জার্মান উদ্ভিদবিদ Joseph Gaertner তার “De Fructibus et Seminibus Plantarum” বইয়ের দ্বিতীয় খন্ডে সর্বপ্রথম এই গণ সম্পর্কে ধারণা দেন। বিখ্যাত অনুবাদক Theodorus Gaza এর সম্মানে তিনি গণের নাম দেন গাজানিয়া।


বিদেশি ফুল হলেও আমাদের দেশে শীতের ফুলের বাগানে এখন গাজানিয়ার বেশ কদর। গাজানিয়া গণের মধ্যে Gazania rigens (syn. G. splendens) প্রজাতির চাহিদা বা ব্যাপকতা বেশি। Gazania rigens (syn. G. splendens) এর কয়েকটি প্রাকৃতিক ভ্যারাইটি রয়েছে। এছাড়া অসংখ্য সংকর ভ্যারাইটি রয়েছে।


গাজানিয়া গাছ ছোট, ছড়ানো, ৫০ সেমি বা ২০ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। গাছ সামান্য কাষ্ঠল, বহুবর্ষজীবী। পাতা ও কান্ড রোমশ। ফুল ডেইজির মতো, উজ্জ্বল রঙের, কিছু ফুলের পাপড়িতে ডোরাকাঁটা থাকে, যা ফুলকে করেছে দারুন আকর্ষণীয়।


তথ্যসূত্রঃ ইন্টারনেট