ফুল পরিচিতি - ডালিয়া (Dahlia Variailis)

পুষ্প কথন December 13, 2016 9,751
ফুল পরিচিতি - ডালিয়া (Dahlia Variailis)

ডালিয়া, এ এক সর্বজন প্রিয় ফুল। অপরূপ লাবণ্যে ও বর্ণের প্রাচুর্যে মহিমান্বিত সুন্দর একটি ফুল হলো ডালিয়া। এর বৈজ্ঞানিক নাম Dahlia Variailis।


ডালিয়া কম্পোজিটি পরিবারভুক্ত। এ ফুলের আদি বাসস্থান মেক্সিকোর গুয়াতেমালায়। লর্ডবুটি নামের এক ব্যক্তি স্পেন থেকে ডালিয়া ফুল প্রথমে ইংল্যান্ডে নিয়ে আসেন।


সেই ফুল দেখে সুইডেনের উদ্ভিদতত্ত্ববিদ আন্দ্রিয়াস গুস্তাভ ডাল নিজের নামের অনুকরণে ফুলের নাম রাখেন ডালিয়া।


ডালিয়া খাটো থেকে লম্বা নানা রকমের জাত রয়েছে। ফুলের গড়ন আর রঙের শেষ নেই। পাতা সামান্য লতাযুক্ত, মূল অনেকটা শতমূলীর মতো মাংসল।


ডালিয়া ফুলের নীল ও সবুজ রঙ ছাড়া প্রায় সব রঙেরই হয়ে থাকে। ডালিয়ার ইম্পেরিয়ালিস নামের লাল ও সাদার শুভ্রতা মেশানো একটি প্রজাতি আছে।


যা অনেক শক্ত গড়নের ও ৬/৭ ফুট উঁচু হয়। লাল, সাদা, কমলা, বেগুনি ও হলুদসহ বিভিন্ন রঙের ফুল হয়ে থাকে।


এছাড়াও কালচে লাল পাপড়িতে সাদা দাগ দেয়া দুই রঙের ডালিয়া দেখতে পাওয়া যায়।


কোনো কোনো জাতের ডালিয়া পাপড়ি সরু কাঠির মতো লম্বা, কিংবা ফিতার মতো লকলকে।


তথ্যসূত্রঃ ইন্টারনেট