কম দামে ডিএসএলআর ক্যামেরা আনলো নাইকন

গ্যাজেট রিভিউ December 11, 2016 2,190
কম দামে ডিএসএলআর ক্যামেরা আনলো নাইকন

বাজারে এলো নাইকনের নতুন ডিএসএলআর ক্যামেরা। ক্যামেরাটির মডেল ‘নাইকন ডি৩৪০০’। এটি ডি সিরিজের সবচেয়ে আপডেট ভার্সন।


এ ক্যামেরায় আছে ১৮-৫৫ লেন্স, ওয়্যারলেস কানেক্টটিভিটি। আছে ভি আর কিট লেন্স। সিএমওএস সেন্সর। এক্সপিড ৪ প্রসেসর।


এটির আইএসও ১০০-২৫০০ । এর রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেলে। এতে বাড়তি এসডি কার্ড সাপোর্ট করবে।


এ ডিএসএলআরটির ওজন মাত্র ৩৯৫ গ্রাম । এতে আছে লিথিয়াম আয়নের রিচার্জেবল ব্যাটারি। ক্যামেরায় ২৪.২ মেগাপিক্সেল রেজুলেশন। যা দিয়ে ১০৮০ এইচডি ভিডিও করা যাবে।


এন্ট্রি লেভেলের এ ডিএসএলআর এর দাম ২৭ হাজার ৯৯০ রুপি।