চন্দ্রমল্লিকা (ইংরেজি: Chrysanthemum; বৈজ্ঞানিক নাম: Chrysanthemum indicum L.) একটি অতি পরিচিত ফুল। এই ফুলের অনেকগুলো প্রজাতি রয়েছে। এটি বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়।
চাঁদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবুও তার নাম চন্দ্রমল্লিকা। কিন্তু চাঁদের মতোই সুন্দর চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার আদি নিবাস চীনে। কিন্তু জনপ্রিয় বেশি জাপানে। জাপানের জাতীয় ফুল চন্দ্রমল্লিকা।
গোলাপের মতোই এ ফুলের কয়েক হাজার জাত আছে। চন্দ্রমল্লিকা ফুল অজস্র রকমফের। বোতামের আকৃতি থেকে শুরু করে ৬ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত চওড়া হয়। পাপড়িগুলোও তেমনি হরেক রকমের।
বিভিন্ন রংয়ের এই ফুলগুলোর আন্তর্জাতিক বাণিজ্যমূল্য রয়েছে প্রথম সারিতে। অক্টোবরে কুঁড়ি আসে এবং নভেম্বরে ফুল ফোটে৷ গাছে ফুল তাজা থাকে ২০ থেকে ২৫ দিন৷
ফুলদানি সাজানোর জন্য লম্বা ডাঁটাসহ এবং মালা গাঁখার জন্য ডাঁটা ছাড়া ফুল তোলা হয়। অন্যান্য স্থানীয় নামের মধ্যে - চন্দ্রমুখী, chrysanthemum, Gul dawoodi উল্লেখযোগ্য।
চন্দ্রমল্লিকার ইংরেজি প্রতিশব্দ ক্রিস্যানথিমাম। শব্দটি গ্রীক থেকে এসেছে। ক্রিসস অর্থ 'সোনা' এবং এনথিমাম অর্থ 'ফুল'।
এ গাছ ৫০ থেকে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। বৃহদাকৃতির ফুলগুলো সচরাচর সাদা, হলুদ অথবা পটল বর্ণের হয়।
তথ্যসূত্রঃ ইন্টারনেট