কনকচাঁপার বৈজ্ঞানিক নাম : Ochna squarrosa. Ochnaceae (Ramdhan Champa family) পরিবারের একটি উদ্ভিদ। অন্য প্রজাতির মধ্যে আছে Ochna obtusat. ইংরেজিতে কনকচাঁপা Mickey Mouse Plant নামে পরিচিত।
বসন্তের ফুল হলেও কনকচাঁপা থাকে গ্রীষ্মের শেষ পর্যন্ত। ফুলটি খুব দুর্লভ। ঢাকায় আছে মাত্র দুটি গাছ। একটি বাংলাদেশ শিশু একাডেমির বাগানে, অপরটি রমনা পার্কে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ কনকচাঁপার আদিনিবাস।
কনকচাঁপা মাঝারি ধরনের গাছ। চার থেকে সাত মিটার উঁচু হয়ে থাকে। তবে এক মিটার উঁচু গাছেও ফুল ধরে। কোনো কোনো স্থানে কনকচাঁপা রামধন চাঁপা নামেও পরিচিত।
বসন্তের মাঝামাঝি সময়ে তামাটে রঙের নতুন কচি পাতার সঙ্গে উজ্জ্বল হলুদ বর্ণের ফুল আসে। পাতার ফাঁকে ফুলের হাসি দেখে চোখ জুড়িয়ে যায়। ফুল সুগন্ধি। ফুল ফোটা শুরু হলে ধীরে ধীরে ছোট ছোট থোকায় পুরো গাছ ভরে যায়।
ফুল তিন-চার সেন্টিমিটার চওড়া, পাপড়ি ১২টি, মুক্ত, বৃত্তাংশের সমান লম্বা। পুংকেশর বহু, সোনালি। ফুল ঝরে গেলে লালচে গোলাকার ফল হয়। ফল একক বা গুচ্ছ হতে পারে, যা গাঢ় হলদে বৃত্তাংশ দ্বারা আবৃত। ফল ০.৫ সেন্টিমিটার চওড়া ও গোলাকার, কালো ও রসাল।
তথ্যসূত্রঃ ইন্টারনেট