হয়ত মনে নেই তোমার - রনি

ভালবাসার কবিতা November 18, 2016 4,049
হয়ত মনে নেই তোমার - রনি

হয়ত মনে নেই তোমার

বলেছিলাম অপেক্ষা করবো আমি

হয়ত মনে নেই তোমার

বলেছিলে ছেড়ে যাবে না তুমি

হয়ত মনে নেই তোমার

তোমার দেয়া কথায় খানিকটা সময় হলেও ভালো ছিলাম আমি

হয়ত মনে নেই তোমার

সেদিনের কথা যেদিন হয়েছিলাম দুজন দুজনার

হয়ত মনে নেই তোমার

বলেছিলে সবকিছু ঠিক করে নিবে

হয়ত মনে নেই তোমার

বলেছিলে আমি ছাড়া তুমি শুন্য কেউ

হয়ত মনে নেই তোমার

তোমার দেয়া কথাগুলোর কথা

হয়ত মনে নেই তোমার

তোমার দেয়া একমুঠো ভালোবাসার কথা

হয়ত মনে নেই তোমার

আমার পাগলামীগুলোর কথা

হয়ত মনে নেই তোমার

বলেছিলে মৃত্যুর পরেও ছেড়ে যাবে না আমায়?

তবে আজ কেন মনে নেই তোমার?

কেন তোমার পথের বাক আজ আলাদা?

কেনো সহস্র প্রতিশ্রুতিগুলো আজ মিথ্যে?

কেনো তুমি ছাড়া আজ এই আমি?

হয়ত আমি নামে কেউ আছি

আমি তোমাকে ছাড়া কিভাবে বাচি?

এটাও হয়ত মনে নেই তোমার!

লেখক: রনি