ফুল পরিচিতি - স্বর্ণচামেলী (Jasminum humile)

পুষ্প কথন October 31, 2016 3,762
ফুল পরিচিতি - স্বর্ণচামেলী (Jasminum humile)

ফুলটার বাংলা নামঃ স্বর্ণচামেলী অন্যান্য নামের মধ্যে - Yellow Jasmine, Italian Jasmine উল্লেখযোগ্য। বৈজ্ঞানিক নাম- Jasminum humile এটি Oleaceae (Jasmine family) পরিবারের একটি উদ্ভিদ।


এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। উচ্চতায় ১ মিটার বা তার কিছু বেশী হতে পারে। এপ্রিল থেকে জুন এইসময় ফুল ফোটে। ফুল পাঁচ পাপড়ি বিশিষ্ট হয়। এটির ভেজষ গুনাগুনও আছে।