দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে কোরসায়ার ব্র্যান্ডের ডমিনেটর প্লাটিনাম সিরিজের ডিডিআরফোর গেমিং র্যাম। এক্সট্রিম ওভারক্লকিং এবং হার্ডকোর গেমিংয়ের জন্য বিশেষভাবে তৈরি এ র্যাম ইনটেল ১০০ সিরিজ সমর্থন করে। এর গতি ৩২০০ মেগাহার্টজ।
১৬ গিগাবাইটের এই র্যামে রয়েছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়্যারেন্টি। র্যামের দাম ১২ হাজার ৫০০ টাকা। বাংলাদেশের বাজারে এই র্যাম বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।