

চীনের অ্যাপল বলে খ্যাত শাওমি এবার স্মার্টওয়াচ বাজারে আনার পরিকল্পনা করছে। চলতি বছরের নভেম্বরে এই স্মার্টওয়াচ বাজারে আসতে পারে এবং এর মূল্য হতে পারে ৯৬ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৭,৫০০ টাকা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না এ তথ্য জানিয়েছে।
ওয়েবসাইটটির প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টওয়াচটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৪১০ চিপসেট, ৬৪ বিট কোয়াড কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম। এছাড়াও থাকতে পারে ৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি এবং হার্টরেট মনিটরও। তবে এতে ডিসপ্লে সাইজ কত হবে সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে জানানো হয়েছে। যদিও ধারণা করা হচ্ছে স্মার্টওয়াচটিতে থাকতে পারে ১.৩ ইঞ্চি ডিসপ্লে।
এর আগে অন্য একটি ওয়েবসাইট জানিয়েছিল, অ্যাপল ওয়াচের সাথে টেক্কা দিতে স্মার্টওয়াচ বাজারে প্রবেশের পরিকল্পনা করছে শাওমি। ওয়েবসাইটটি জানিয়েছিল, মটো ৩৬০ এর মত গোলাকার হতে পারে শাওমি স্মার্টওয়াচ।









