পরিধেয় বাজার দখলের লক্ষ্যে বাজারে নতুন স্মার্টওয়াচ নিয়ে হাজির হলো স্যামসাং। ‘গিয়ার থ্রি’ নামে নতুন স্মার্টওয়াচটি টেক জায়ান্ট অ্যাপল ওয়াচের সঙ্গে প্রতিযোগিতা করবে। সম্প্রতি আইএফএ টেকনোলজি ট্রেড শোতে ডিভাইসটি উন্মুক্ত করে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট।
ডিভাইসটি উল্লেখ্যযোগ্য ফিচার হলো বড় ডিসপ্লে, উন্নত জিপিএস এবং ফোরজি সুবিধা। ক্ল্যাসিক এবং ফ্রন্টিয়ার এই দুইটি সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি।
কালো রঙে পাওয়া যাবে ডিভাইস দুইটি। তবে ক্ল্যাসিক সংস্করণটি সিলভার রঙে পাওয়া যাবে। এটি শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে।
সহজে কোনো আঘাত পড়লে ডিসপ্লে যাতে না ভেঙে যায় সেজন্য দুইটি সংস্করণের ডিসপ্লেতেই রয়েছে গরিলা গ্লাস প্রযুক্তি। স্মার্টওয়াচটি সম্পূর্ণ চার্জ হলে চার দিন চলবে। এতে পানিরোধক সুবিধা থাকায় ৩০ মিনিট পানির মধ্যে ব্যবহার করা যাবে।
স্যামসাংয়ের স্মার্টওয়াচটি চলতি মাসের ৭ তারিখ উন্মুক্ত হওয়া অ্যাপল ওযাচের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। তবে ডিভাইসটির মূল্য কত হবে সেই সম্পের্ক কোনো তথ্য জানানো হয়নি।