প্রথম পরিচয় - মামুন আল হুসেইন

ভালবাসার কবিতা August 31, 2016 3,246
প্রথম পরিচয় - মামুন আল হুসেইন

একদিন তিমির রাত্রীর নিরবতা ভেঙ্গে,

স্বপ্নজাল ছিড়ে বেরিয়ে আসবে বাস্তবতা,

সেদিন তোমার মুখ থাকবে নিশ্চুপ,

চোখগুলো লজ্জাবনত, বুকের গভীরতা থেকে

বেড়িয়ে আসবে প্রশ্বাস।


মৃদু আভায় সবুজ আলোয়

ঘুরে বেড়াব আমার স্বপ্নের দ্বীপে,

দিক হারানো ক্লান্ত পথিক

খুঁজে পাবে তার আপন ভুবন।


সেদিন পলাশ ফুলের রংএ

রাঙ্গিয়ে দেবে তুমি চারপাশ,

প্রকৃতিতে পরে যাবে হটাৎ হৈচৈ,

আজ কেন এসেছে ফাগুনের আলিঙ্গন,


তোমার জ্বোৎস্না মাখা মুখ

আমার হাতের পরে, ছড়াবে উষ্ণতা

এ যেন অজানাকে জানা, অচেনাকে চেনা,

এ যেন প্রথম করা পণ।


তুমি থাকবে মোর হৃদয় রাজ্যে

যাবেনা কভূ মোছা , অনুভবের সেই ক্ষণ।