ভালবাসার কবিতা - তানজির হোসেন পলাশ

ভালবাসার কবিতা August 31, 2016 7,290
ভালবাসার কবিতা - তানজির হোসেন পলাশ

- ভালবাসার কবিতা

- তানজির হোসেন পলাশ


মনের মধ্যে প্রবহমান ঝর্ণা

এনে দিল ভালবাসার বন্যা।

ভাসিয়ে নিল বিস্মৃতির ভেলা

শুরু হল ভালবাসার খেলা।


খেলবো দু'জন, খেলবো নিশিদিন

শেষ হবে না কভু ভালবাসার ঋণ।

মন তাই উচ্ছ্বল, চঞ্চল

ছুটে চলেছে দিগন্তে বনাঞ্চল।


আটকে গেল হৃদয় কোঠরে

বলি, ঘুমিও না, জেগে ওঠরে।

আমি কবি এনেছি বারতা

সবই তোমার জন্য, ভালবাসার কবিতা।