ফুলের নাম- সুখদর্শন
বৈজ্ঞানিক নাম- Crinum amabile
পরিবার- Amaryllidaceae
দক্ষিণ আফ্রিকার প্রজাতি। পিয়াজকন্দীয়, প্রকান্ড গাছ, গোড়ার পাতার গুচ্ছসহ ১ মিটারের মতো উঁচু। পাতা লম্বা ও বড়, আগা চোখা। বর্ষায় ফুল, সারা বছরে আরো কয়েকবার। পাতার কক্ষ থেকে বেরন লম্বা, চ্যাপ্টা ও পুরু ডাঁটার আগায় পুটকে ঢাকা অনেকগুলি গাঢ়-বেগুনি কলি ক্রমান্বয়ে ফোটে। ফুল লম্বা, দলনলের আগায় ছড়ান, ৬ পাপড়ির উপর সাদা, নিচে গাঢ়-বেগুনি বা গাঢ়-লাল, সুগন্ধি।