আমাতে তোমার পথ ও কথা - জাফার

ভালবাসার কবিতা July 28, 2016 3,191
আমাতে তোমার পথ ও কথা - জাফার

কিছু পথ পায়ে হেটে পার করা যায় না জেনেও

সে পথে মন চলে,

কিছু কথা বলে শেষ করা যায় না তবুও

সে কথা সে প্রিয়জনকে বলে |


প্রিয় মানুষটিই যে আজীবন সাথে পথ চলবে

সে কথা লেখা থাকে না কোন গল্পে

প্রিয়জনের সাথে সব না বলা কথার কস্টটাও

সেরে উঠে না কখনই অল্পে |


আমি তোমার প্রিয় নই জানি

তবে তুমি চাইলে

হতে পারে তোমার অফুরন্ত পথ

আমার শিরা উপশিরা

আর তোমার কথা শোনার জন্য

সারাক্ষণ সে পথে

সঙ্গী হয়ে চলতে পারে রক্ত কনিকারা |