কিছু পথ পায়ে হেটে পার করা যায় না জেনেও
সে পথে মন চলে,
কিছু কথা বলে শেষ করা যায় না তবুও
সে কথা সে প্রিয়জনকে বলে |
প্রিয় মানুষটিই যে আজীবন সাথে পথ চলবে
সে কথা লেখা থাকে না কোন গল্পে
প্রিয়জনের সাথে সব না বলা কথার কস্টটাও
সেরে উঠে না কখনই অল্পে |
আমি তোমার প্রিয় নই জানি
তবে তুমি চাইলে
হতে পারে তোমার অফুরন্ত পথ
আমার শিরা উপশিরা
আর তোমার কথা শোনার জন্য
সারাক্ষণ সে পথে
সঙ্গী হয়ে চলতে পারে রক্ত কনিকারা |
স্বপ্নের ফেরিওয়ালা September 18, 2019 7,190
চৈত্রের ঝরাপাতা- ফয়সাল হাবিব সানি February 24, 2019 3,595
একলা আমি ॥ এসপিএস শুভ February 10, 2019 4,474
স্বপ্নকাব্য - এসপিএস শুভ January 16, 2019 4,398
যদি তুমি চাও December 9, 2018 5,057
দোলনচাঁপার মায়াটান December 2, 2018 2,628
ভালোবাসার রাজপুত্র November 19, 2018 4,904
আকাশ ভেঙে বৃষ্টি নামুক - ফয়সাল হাবিব সানি October 6, 2019 5,106
ছেলেবেলা ॥ এসপিএস শুভ April 23, 2019 7,023
হারানো স্মৃতি ॥ এসপিএস শুভ April 13, 2019 5,560