ফুলের নামঃ কাঠালীচাঁপা,
অন্যান্য নামঃ Climbing Ylang Ylang, Ylang Ylang Vine, Tail grape, Ilang-ilang • Hindi: Hari champa
বৈজ্ঞানিক নামঃ Artabotrys hexapetalus(Syn. Annona hexapetala, Artabotrys odoratissimus)
পরিবারঃ Annonaceae.
ইন্দো-মালয়ী প্রজাতি। কাষ্ঠলতা, বড় ঝাড়। ছোট ছোট ডাল কাঁটায় রুপান্তরিত। পাতা উজ্জ্বল সবুজ, আয়ত-ভল্লাকার, গ্রীষ্ম ও বর্ষায় ফুল, তাতে পাকা কাঁঠালের গন্ধ, সবুজাভ সাদা, কাক্ষিক, পাপড়ি ৬, খোলা। ফুলের বোঁটা বাঁকা, আঁকশির গড়ন। একটি ডাঁটার আগায় গুচ্ছফল, ফল গোল।