ফুল - Rubber vine (Cryptostegia grandiflora)

পুষ্প কথন July 10, 2016 1,840
ফুল - Rubber vine (Cryptostegia grandiflora)

ফুলের নাম- Rubber vine

বৈজ্ঞানিক নাম- Cryptostegia grandiflora

পরিবার- Apocynaceae


দক্ষিণ-পশ্চিম মাদাগাস্কারের প্রজাতি। তবে অনেক দেশেই ছড়িয়ে পড়েছে, অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে একে আগাছা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গাছ প্রায় ২ মিটার লম্বা হতে পারে। ভালো অবলম্বন পেলে ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছের পাতা গাঢ়-সবুজ, চকচকে, ৬-১০ সেমি লম্বা, ৩-৫ সেমি চওড়া। ফুল দেখতে অনেকটা আল্লাম্যান্ডার মতো, হালকা বেগুনী রঙের। বীজের মাধ্যমে দ্রুত বংশবৃদ্ধি করে। গাছটির একটি বৈশিষ্ট্য হচ্ছে, যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ৪০০-১৪০০ মিমি সেখানে এরা ভালো জন্মে থাকে। এছাড়া, বর্ষার প্রথম বৃষ্টির পর বীজ থেকে চারা অংকুরিত হয়। এরা আমাদের দেশে নতুন এসেছে। গাছটিতে রয়েছে হৃৎপিন্ডের জন্য ক্ষতিকারক গ্লুকোসাইড। গাছ, পাতা, বীজ খাওয়া যাবে না।