সবচেয়ে বেশী একের পর এক টি-শার্ট পরিধান করে বিশ্ব রেকর্ড

ওয়ার্ল্ড রেকর্ডস June 1, 2016 998
সবচেয়ে বেশী একের পর এক টি-শার্ট পরিধান করে বিশ্ব রেকর্ড

রেকর্ড বইয়ে স্থান পেতে মানুষ কতো কিছুই না করে। তাই বলে বিশ্ব রেকর্ড গড়া থেকে পিছিয়ে থাকেনি মানুষ।


শরীরে সবচেয়ে বেশী একের পর এক ২৫৭টি টি-শার্ট পরিধান করে গিনেস বিশ্ব রেকর্ডের পাতায় নিজের নাম লেখান সনাথ বন্দরা ।


২২ ডিসেম্বর, ২০১১ সালে শ্রীলঙ্কার কলম্বোতে তিনি এই বিশ্বরেকর্ড গড়েন। কলম্বোর একটি উদ্যানে হাজারো জনতার সামনে তিনি এই কৃতিত্ব দেখান।


এর পূর্বে দক্ষিণ কোরিয়ার অধিবাসী হুয়াং কুয়াংহি ২৫২টি টি-শার্ট পড়ে রেকর্ড গড়েছিলেন। ২০১১ সালের ২৮ মে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কুয়াংহি ২৫২টি টি-শার্ট পড়ে সবাইকে আশ্চর্যান্বিত করেছিলেন।