বিশ্বের সবচেয়ে লম্বা পা এই রাশিয়ান মডেলের

ওয়ার্ল্ড রেকর্ডস September 9, 2017 5,470
বিশ্বের সবচেয়ে লম্বা পা এই রাশিয়ান মডেলের

রাশিয়ান মডেল একতিরিনা লিসিনার উচ্চতা ৬ ফুট ৯ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে লম্বা মডেল এই রাশিয়ান সুন্দরী। ২৯ বছর বয়সী এই মডেলের বাঁ-পা ১৩২.৮ সেন্টিমিটার এবং ডান পা ১৩২.২ সেন্টিমিটার লম্বা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়ে উচ্ছ্বসিত একতিরিনা। ছোটবেলা থেকেই মডেল হওয়ার স্বপ্ন ছিল তাঁর।


একতিরিনায় বাড়ির সদস্যরাও প্রত্যেকেই লম্বা। ভাইয়ের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি, বাবার উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি এবং মা প্রায় ৬ ফুট ১ ইঞ্চি লম্বা।