একটি মোটরসাইকেলে একসঙ্গে ৫৮ জন চড়ে ১২০০ মিটার চালিয়ে এবার বিশ্ব রেকর্ড করল ভারতীয় সেনাদের টর্নেডো টিম। গতকাল রবিবার এই টিমের ৫৮ জন জওয়ান একটি ৫০০ সিসি রয়্যাল এনফিল্ড ক্লাসিক বুলেট বাইকে চড়ে এ রেকর্ড করে।
মেজর বানি শর্মার নেতৃত্বে এই রাইড শুরু হয়। এ সময় মোটরসাইকেল চালকের আসনে ছিলেন সুবেদার রামপাল যাদব। এর আগে ২০১০ সালে এই টিমের জওয়ানরা একসঙ্গে অনেকজন মোটরসাইকেলে চড়ে প্রথম রেকর্ড করেছিল। সে সময় ছিল ৫৬ জন আরোহী।
জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর এই টিমে রয়েছেন মোট ৩৯ সদস্য। এদের মধ্যে ২ কমিশনড অফিসার, ২ জেসিও এবং ৩৫ অন্য জওয়ান। এই টিম এখনো পর্যন্ত মোট ১০০০টি শো করেছে।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর