নদীতে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড

ওয়ার্ল্ড রেকর্ডস October 26, 2017 3,658
নদীতে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড

বিশ্ব রেকর্ড গড়তে কত কী না করতে হয়। নিতে হয় জীবনের ঝুঁকিও।


শক্ত পরীক্ষারও মুখোমুখি হতে হয় কখনও কখনও। বিশ্ব রেকর্ড গড়ার নেশায় আবার কখনও মৃত্যুও কেরে নেয় প্রাণ।


কিন্তু, এভাবেও যে বিশ্ব রেকর্ডে নাম তোলা যায় তা কখনও ভেবে দেখেন আপনি? বোধহয় না।


জানানে কি? এখন নদীতে ঝাঁপ দিয়েও রেকর্ড তৈরি করা যায়। নদীতে ঝাঁপ দিয়ে ব্রাজিলে তৈরি হল নতুন বিশ্ব রেকর্ড। নদীতে এক সঙ্গে ঝাঁপ দিয়েছে প্রায় ২০০ মানুষ। তাও আবার বিশ্ব রেকর্ড গড়তে। এমনই অদ্ভুত কাণ্ড ঘটেছে ব্রাজিলে।


ব্রাজিলের হর্টোলান্ডিয়ার একটি সেতু থেকে একসঙ্গে ২৪৫ জন প্রতিযোগী ঝাঁপ দিলেন।


ঝাঁপ দিয়ে ঝুলতে থাকে তারা। ইতোমধ্যে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে এই পরিকল্পনার।


তবে এই প্রথম নয়, এর আগেও ঘটেছে এমন ঘটনা। ২০১৬ এর এপ্রিল মাসে এমনই দুঃসাহসিক স্টান্ট করেছিল এরা।


সেবার অংশ গ্রহণ করেছিল ১৪৯ জন। এক বছর পর সদস্য সংখ্যা বাড়িয়ে নতুন রেকর্ড স্থাপন করেই ফেললেন ব্রাজিলের প্রায় ২০০ নাগরিক।