থাইল্যান্ডের বাসিন্দা কাঞ্চানা কেটকোই-কে বলা হয় স্কোর্পিয়ন কুইন।
কাঞ্চানা তাঁর শরীরে কাঁকড়া বিছে দিয়ে সাজিয়ে গিনিস বুক অফ ওয়ালর্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন।
কাঁকড়া বিছের নাম শুনলেই সাহসী লোকদেরও ঘাম ছাড়তে শুরু করে, কিন্তু কাঞ্চানার কাছে এটা খুবই সহজ।
এই মেয়েটি ৩ মিনিট ২৮ সেকেন্ড ধরে নিজের মুখে বিছে চেপে ধরে রাখার বিশ্ব রেকর্ড তৈরি করেছে। এই কাঁকড়া বিছেগুলি এতটাই বিপজ্জনক যে এর একটি দংশনেও মানুষের মৃত্যুও হতে পারে।
কাঞ্চানা এই দুংসাহসিক কাজটি করেছেন পাতায়া শহরে।
এই স্টান্টের সময়ে কাঁকড়া বিছের ২৫টি প্রজাতি রাখা হয়েছিল।
কাঞ্চানা হলো সেই মেয়ে যে একটি কাঁচের বাক্সে ৫ হাজার জ্যান্ত কাঁকড়া বিছের মধ্যে ৩৩ দিন ধরে থাকার রেকর্ড তৈরি করেছিলেন।
- ইন্টারনেট