বিখ্যাত অ্যানাকোন্ডা মুভির সেই ভয়ংকর-বিশালাকার অ্যানাকোন্ডার সাপের কথা মনে আছে? মনে না পড়লেও সমস্যা নেই। কারণ এবার অ্যানাকোন্ডার চেয়ে বিশালাকার টাইটানোবোয়া নামে নতুন এক প্রজাতির সাপ আবিষ্কৃত হয়েছে।
প্রায় ৫০ ফুট লস্বা ও ১ হাজার ১২৪ কেজি ওজনের এই সাপটিকে এ যাবতকালের সবচেয়ে বড় সাপ বলা হচ্ছে। খবর এনডিটিভি।
ষাট লক্ষ বছরের আগের এই সাপটির বাস কলাম্বিয়ায়। গড়ে স্বাভাবিক অ্যানাকোন্ডার চেয়ে এটি দশগুণ বড়।
ইন্ডিয়ানা ইউনিভার্সিটির প্রাণিবিদ ডেভিড পলি বলেন, এ সাপের আকার এতোটাই বড় যে জীবনের অধিকাংশ সময় পানিতেই কাটায়।
কলাম্বিয়ার রাঞ্চেরিয়া নদীর উপত্যকায় করেজন কয়লা খনি থেকে টাইটানোবোয়ার ফসিল উদ্ধার করা হয়।
দৈত্যকার এই প্রাণিটির রেপ্লিকা কলাম্বিয়ার স্মিথসোনিয়ান ন্যাশনাল মউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে রাখা হয়েছে।