৯০ বছরের বৃদ্ধ ডাক্তারের কাছে গিয়েছে

ডাক্তার ও রোগী May 12, 2016 2,339
৯০ বছরের বৃদ্ধ ডাক্তারের কাছে গিয়েছে

৯০ বছরের বৃদ্ধ ডাক্তারের কাছে গিয়েছে চেক আপ করাতে তার সব টেস্টের ফল স্বাভাবিক আসলো। ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন “আপনার সব টেস্টের ফল তো বেশ ভালো এসেছে। তো আপনার মানসিক অবস্থা কেমন?”


বৃদ্ধ হেসে জবাব দিলেন “আসলে কয়েকদিন ধরে আমি বেশ মানসিক শান্তিতে আছি। কারণ বিধাতা আমার প্রতি অনেক

সদয় হয়েছেন। তিনি জানেন যে আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে।


বিধাতার দয়ায় আমি মধ্যরাতে যখন বাথরুমে যাই তখন ধুম!! লাইট অন হয়ে যায়। আবার যখন আমার বাথরুমে কাজ শেষ হয়ে যায়... ধুম!! লাইট অফ হয়ে যায়। এজন্য আমি বিধাতার প্রতি আমি অনেক কৃতজ্ঞ।“


“বাহ!! এটা বেশ দারুণ!!” ডাক্তার অবাক হয়ে বললেন। যাই হোক দিনের শেষের দিকে ডাক্তার বৃদ্ধের স্ত্রীকে ফোন

দিলেন “আপনার স্বামী তো বেশ সুস্থ আছেন। এর কারণ তিনি বেশ মানসিক শান্তিতে আছেন। তিনি নাকি যখন বাথরুমে যান,তখন লাইট অন হয়ে যায় আবার যখন বের হন লাইট অফ হয়ে যায়”


বৃদ্ধা হতাশ গলায় বললেন “হায়রে খোদা! সে আবারও ফ্রিজে বাথরুম করছে?”