রোগী : ডাক্তার সাব, ব্যথার মলম লাগিয়েছি। কোনো কাজই হচ্ছে না। ব্যথা কয়েকদিনে অনেক বেড়ে গেছে।
ডাক্তার : মলম কোথায় লাগিয়েছেন?
রোগী : কেন, যেখানে লাগাতে বলেছিলেন।
ডাক্তার : কোথায়?
রোগী : বলেছিলেন ব্যথা পাওয়ার জায়গায় লাগাতে। তাই আমি খাটের কোণায় লাগিয়েছি।