কান দেখাতে এসেছেন কেন?

ডাক্তার ও রোগী June 11, 2018 2,867
কান দেখাতে এসেছেন কেন?

রোগী : ডাক্তার, আমি কানে কম শুনি।


ডাক্তার : আচ্ছা বসুন চেয়ারে। এবার আমার সঙ্গে বলুন, আমি যা বলছি।


রোগী : আচ্ছা ডাক্তার।


ডাক্তার : বলুন ছয়।


রোগী : নয়।


ডাক্তার : আপনি তো মশাই কানে বেশি শোনেন। কান দেখাতে এসেছেন কেন?