একটি নিমন্ত্রণে গিয়ে ইচ্ছেমতো খেয়ে বাড়ি ফিরে খগেন অসুস্থ হয়ে পড়লেন। খগেনের স্ত্রী ওই অবস্থা দেখে ছুটে গিয়ে ডাক্তার নিয়ে এলেন।
ডাক্তার সব দেখে-শুনে বললেন-
ডাক্তার : এখনই বমি করাতে হবে, পেট খালি করাতে হবে।
খগেন : ডাক্তারবাবু আপনার পায়ে পড়ি, বমি করাবেন না। উপরে মাছ, মাংস, তিন রকমের মিষ্টি, দই, আইসক্রিম আছে। যা বার করার নিচ দিয়ে করুন। নিচে শাকভাজা, ডাল, বেগুনি, চিপস, কুমড়োর ঘ্যাঁট, বাঁধা কপির তরকারি আছে, অসুবিধে নেই।