অপারেশনের রোগীকে কয়েকদিন পরে দেখে-
চিকিৎসক : আরে আপনি! কী খবর? এখন কেমন আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো?
রোগী : না, কোনো সমস্যা হচ্ছে না। তবে হয়েছি কী, এখন দম নেওয়ার সময় আর ছাড়ার সময় বুকের ভেতরটায় টিকটিক শব্দ হয়।
চিকিৎসক : তাই তো বলি, আমার এতো দামি ব্রান্ডের হাতঘড়িটা কই গেল?