আমার সোনার ময়না পাখি (মনপুরা) - অর্নব

বাংলা লিরিক্স May 10, 2016 4,314
আমার সোনার ময়না পাখি (মনপুরা) - অর্নব

আমার সোনার ময়না পাখি (মনপুরা)

কথা ‌ও সুর: মোহাম্মদ ওসমান খান

কন্ঠ: অর্ণব

--------------------


আমার সোনার ময়না পাখি

কোন দেশেতে গেলা উইড়া রে

দিয়া মোরে ফাঁকি রে

আমার সোনার ময়না পাখি ।।


সোনা বরণ পাখিরে আমার

কাজল বরণ আঁখি

দিবানিশি মন চায়রে

বাইন্ধা তরে রাখি রে

আমার সোনার ময়না পাখি ।।


দেহ দিছি প্রাণরে দিছি

আর নাই কিছু বাকী

শত ফুলের বাসন দিয়ারে

অঙে দিছি মাখি রে

আমার সোনার ময়না পাখি ।।


যাইবা যদি নিঠুর পাখি

ভাসাইয়া মোর আঁখি

এ জীবন যাবার কালে রে

ও পাখি রে

একবার যেন দেখি রে

আমার সোনার ময়না পাখি ।।

……………………………………………