Hariye Fela Bhalobasha Lyrics–Habib Wahid

বাংলা লিরিক্স December 20, 2018 3,800
Hariye Fela Bhalobasha Lyrics–Habib Wahid

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়

পাওয়া না পাওয়ার কি যে নেশা

সেই স্মৃতিটাই আজও হাতড়ায়



হারিয়ে ফেলা ভালোবাসা ।।


আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়

পাওয়া না পাওয়ার কি যে নেশা

সেই স্মৃতিটাই আজও হাতরাই

হারিয়ে ফেলা ভালোবাসা ।।

বোঝনা, খোঁজোনা, দেখোনা হৃদয়ে

কি যে ব্যাথা আকুলতা


এ ভাবে, কে ভাবে, কে কবে যে প্রণয়ে

বেধে তোমায় পেলো ব্যথা

সেই স্পর্শের গভীরতায় যে ভাষা

তুমি বোঝ কি বোঝনা এই হতাশা।


আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়

পাওয়া না পাওয়ার কি যে নেশা

সেই স্মৃতিটাই আজও হাতরাই

হারিয়ে ফেলা ভালোবাসা ।।

ভাবোনা, যাবেনা, তবুও তো ভোলা

কেটে যাবে জীবন একা


ভাবোনা, কভুনা, হবেনা তো বলা

বুকে কতো কষ্ট রাখা

এই অস্থিরও সময়ে বলো তা

তুমি শুনতে বলো পারো কি? নাকি পারোনা।

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়

পাওয়া না পাওয়ার কি যে নেশা

সেই স্মৃতিটাই আজও হাতরাই

হারিয়ে ফেলা ভালোবাসা ।।