গান: প্রিয় অসুখ
শিল্পী: তাহসান
সংগীত: প্রিতম হাসান
লিরিক্সঃ সাব্বির
প্রিয় অসুখ লিরিক্স
চাঁদ টেনে রাতে নিযুত তাঁরায় ,
অদেখা এক মুখ একে যায় । - [ ২ বার ]
একা আছি তবু নিঃসঙ্গ নয় ,
চোখ বুজে তার সাথে কথা হয় ,
কত কাল ধরে যেন পরিচয় ,
ভাবতেই ভালোবাসি ।
এই তো বেশ আছি,
না দেখেও কাছা - কাছি ,
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ ,
হলে হব একঘোরে ,
তার সাথে অন্তরে ,
অন্তর কথা বলুক ,
সে আমার প্রিয় অসুখ ।
হয়তো এই শহরে ,
কতদিন আর কত রাত ,
বুঝতে পারি নি ,
পাঁশ কেটে গেসিলাম ।
ঘুরেছি একী রোদে ঘোর বরষায় ,
ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায় । - [ ২ বার ]
কবে হবে তার সাথে জানাশোনা ,
মনে চলে সুখ - সুখ দোটানা ,
আশেপাশেই খুঁজি তার আনাগোনা ,
ভাবতেই ভালবাসি , এইতো বেশ আছি ।
না দেখেও কাছা কাছি ,
এভাবেই জীবন চলুক ,
সে আমার প্রিয় অসুখ ,
নাগরিক ক্লান্তিতে ,
সাদা মাখা শান্তিতে
তার কাছে মন পরে থাকুক ,
সে আমার প্রিয় অসুখ ।
চাঁদ টেনে রাতে নিযুত তাঁরায় ,
অদেখা এক মুখ একে যায় । - [ ২ বার ]
একা আছি তবু নিঃসঙ্গ নয় ,
চোখ বুজে তার সাথে কথা হয় ,
কত কাল ধরে যেন পরিচয় ,
ভাবতেই ভালোবাসি ।
এই তো বেশ আছি,
না দেখেও কাছা - কাছি ,
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ ।
নাগরিক ক্লান্তিতে ,
সাদা মাখা শান্তিতে
তার কাছে মন পরে থাকুক ,
সে আমার প্রিয় অসুখ । - [ ২ বার ]
হলে হব একঘোরে ,
তার সাথে অন্তরে ,
অন্তর কথা বলুক ,
সে আমার প্রিয় অসুখ ।