OBUJHPONA (অবুঝপনা) LYRICS - HABIB WAHID

বাংলা লিরিক্স December 22, 2018 6,470
OBUJHPONA (অবুঝপনা) LYRICS - HABIB WAHID

কি জানি কেমন করে,


বাঁধা পড়ে গেছি আমি পুরোটাই


চুপি চুপি মন বলে,


সারাক্ষণই আমি তোমাকে চাই।


মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,


তুমি কি আমায় নেবে ধুয়ে ?


এ মন বোঝেনা কি করি।


আমার এ অবুঝপনা দেখে,


তুমি কি যাবে মেঘে ঢেকে ?


নাকি তুমিও এমনি।


কি জানি কেমন করে,


বাঁধা পরে গেছি আমি পুরোটাই


চুপি চুপি মন বলে,


সারাক্ষণই আমি তোমাকে চাই।


তোমারই সুরভী


ছড়ালো যে বাতাসে।


দুজনে দুটি পথ


মিলে মিশে দুরে ভাসে।


এভাবেই যদি যায় কেটে যাক,


রাত্রি দিন।


যেখানেই তুমি যাও পৃথিবী,


হয় রঙিন।


ও ভেজা কোন জোছনায়,


ভালোবাসা বিঁধে যায় ভাবনায়।


মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,


তুমি কি আমায় নেবে ধুয়ে ?


এ মন বোঝেনা কি করি।


আমার এ অবুঝপনা দেখে,


তুমি কি যাবে মেঘে ঢেকে ?


নাকি তুমিও এমনি।


কি জানি কেমন করে,


বাঁধা পরে গেছি আমি পুরোটাই


চুপি চুপি মন বলে,

সারাক্ষণই আমি তোমাকে চাই।