Beporowa Mon (বেপরোয়া মন) - Lyrics | Habib Wahid

বাংলা লিরিক্স December 11, 2018 3,775
Beporowa Mon (বেপরোয়া মন) - Lyrics | Habib Wahid

ওরে মন বেপরোয়া কেন আজ

একবার শোন

মুছে দিই প্রেমেরই লাজ

জ্বলে গেল আজ মনের-ই তাঁরারা

সুখে মাতে হৃদয় কিনারা

ছুয়ে যাব তোকে আজ

তুই দিলেই সাড়া...


ওরে মন বেপরোয়া কেন আজ

একবার শোন

মুছে দিই প্রেমেরই লাজ...


ঘুমের দেশে চলনা ছুটে যাই

মেঘের শেষে তোকে যে খুজে পাই

আদর করে কাছে টেনে নিই সেই আমার

তোকে বিনা ভাল লাগে না আর

প্রেমের সীমা করেছি আমি পার

আদর করে কাছে টেনে নিই সেই আমার

জ্বলে গেল আজ মনের-ই তাঁরারা

সুখে মাতে হৃদয় কিনারা

ছুয়ে যাব তোকে আজ

তুই দিলেই সাড়া...


ওরে মন বেপরোয়া কেন আজ

একবার শোন

মুছে দিই প্রেমেরই লাজ...(২)


গান: বেপরোয়া মন

শিল্পি: হাবিব ওয়াহিদ

লিরিক্স: রিদি

মিউজিক: হাবিব ওয়াহিদ