নেই তুমি - ওয়ারফেজ (Nei Tumi - Warfaze)

বাংলা লিরিক্স March 7, 2017 6,324
নেই তুমি - ওয়ারফেজ (Nei Tumi - Warfaze)

শিরোনামঃ নেই তুমি

কন্ঠঃ বালাম

ব্যান্ডঃ ওয়ারফেজ

অ্যালবামঃ আলো


নেই তুমি লিরিক্স


জোছনার আলোর মত এসেছিলে তুমি

রংধনুর রং হয়ে এঁকেছিলে ছবি

হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি

মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী


নিঃসঙ্গ আজ এই যে আমি

খুজে ফিরি আজো কোথায় তুমি

নদী যেমন মেশে মোহনায়

তেমনি আছো তুমি মনের আয়নায়


মনে পড়ে সেই দিনগুলো, আনমোনে বলতে তুমি

যাবে না আমায় ফেলে কভু অন্য ভুবনে

হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি

মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী


নিঃসঙ্গ আজ এই যে আমি

খুজে ফিরি আজো কোথায় তুমি

নদী যেমন মেশে মোহনায়

তেমনি আছো তুমি মনের আয়নায়


একসাথে কত তারাগনা, অভিমানে নীরবতা

কখনো বা আবেগে শুধু জড়াতে আমায়

হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি

মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী


নিঃসঙ্গ আজ এই যে আমি

খুজে ফিরি আজো কোথায় তুমি

নদী যেমন মেশে মোহনায়

তেমনি আছো তুমি মনের আয়নায়


জোছনার আলোর মত এসেছিলে তুমি

রংধনুর রং হয়ে এঁকেছিলে ছবি

হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি

মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী


নিঃসঙ্গ আজ এই যে আমি

খুজে ফিরি আজো কোথায় তুমি

নদী যেমন মেশে মোহনায়

তেমনি আছো তুমি মনের আয়নায়