একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়

বাংলা লিরিক্স May 10, 2016 1,752
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়

একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়

শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ

সুরকারঃ আনোয়ার পারভেজ

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার



একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়

যেথায় কোকিল ডাকে কুহু

দোয়েল ডাকে মুহু মুহু

নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।

পিদিম জ্বালা সাঁজের বেলা

শান বাঁধানো ঘাটে

গল্পকথার পানসি ভিড়ে

রূপ কাহিনীর বাটে।

মধুর মধুর মায়ের কথায়

প্রাণ জুড়িয়ে যায়।।

ফসল ভরা স্বপ্নঘেরা

পথ হারানো ক্ষেতে

মৌ মৌ মৌ গন্ধে যেথায়

বাতাস থাকে মেতে।

মমতারই শিশিরগুলো

জড়িয়ে থাকে পায়।।



Ekbar Jete deena Amar cotto sonar gao (Shahnaj Rahmatullah, Gazi Majharul Anowar)