কত যে তোমাকে বেসেছি ভালো (সুবীর নন্দী) |Kotoje tomake besechi valo (Subir Nandi)

বাংলা লিরিক্স May 10, 2016 2,729
কত যে তোমাকে বেসেছি ভালো (সুবীর নন্দী) |Kotoje tomake besechi valo (Subir Nandi)

কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো আমি যে তোমার তুমি মানতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে


ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম

যত দেখি তৃষ্ণা মেটে না যত দেখি তৃষ্ণা মেটে না

ভীরু দু'টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে

হাসলেই ঝরে পরে জোছনা হাসলেই ঝরে পরে জোছনা

আমি এই রূপ দেখে দেখে মরতে পারি

তেমনি পারি ওগো বাঁচতে

সে কথা তুমি যদি জানতে


ঐ কালো কেশ তুমি ছড়ালে যখন

মেঘেরাও পেলো যেন লজ্জা মেঘেরাও পেলো যেন লজ্জা

আকাশের তাঁরাগুলো বাসর সাজিয়ে দিলো

মধুময় হলো ফুলসজ্জা মধুময় হলো ফুলসজ্জা

ওগো এই রাত কভু যদি শেষ না হতো

জীবন বেলার শেষ প্রান্তে


সে কথা তুমি যদি জানতে



কত যে তোমাকে বেসেছি ভালো (সুবীর নন্দী) / Kotoje tomake besechi valo (Subir Nandi)"